Dr. Neem on Daraz
Victory Day

২৬ মার্চ  আসছে সৃজিতপত্নী মিথিলার ওয়েব সিরিজ ‌‘একাত্তর’


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ১০:২২ এএম
২৬ মার্চ  আসছে সৃজিতপত্নী মিথিলার ওয়েব সিরিজ ‌‘একাত্তর’

ঢাকা: SVF-এর ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'-এ মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াৎ রশিদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ 'একাত্তর'। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ওয়েব সিরিজের বিষয়বস্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ।  

বাংলাদেশের ওয়েব সিরিজটিতে মিথিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, নুসরত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন সহ আরও অনেকে। 'একাত্তর' ওয়েব সিরিজটির পরিচালনায় রয়েছেন তানিম নূর। প্রসঙ্গত, সেই অর্থে ওয়েব সিরিজে এটাই মিথিলার প্রথম অভিনয়।

‘হইচই’র পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। বৃহস্পতিবার ( ৫ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক। আর ওইদিনই প্রকাশ হবে এর ট্রেলার।

আগামীনিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে